
জীবনের মানে খুজে পায়নি এতগুলো বছরে! কখনো মনে হয়েছে চরম কস্ট পাওয়াটাই
জীবন। কখনো মনে হয়েছে বিষণ্ণতাই জীবন। বা ছোট খাটো সুখ গুলো! বিচিত্র
জীবনের কোন অংশকে আলাদা করতে পারিনা! নিত্য নতুন অভিজ্ঞতা আর নতুন কিছু
জেনেই চলেছি, শিখেই চলেছি! জানিনা এর শেষ কোথায়! তবুও যেন কিছুই শেখা
হয়নি!ঙ্কিছুই জানা হয়নি! এখনো ছোটই হয়ে রইলাম নিজের আচরণে, হয়ত বাস্তবতার
নিরিখে সপে দিতে পারিনি নিজেকে! মানানসই করে নিতে পারিনি এই সমাজে ! কারন
ভাল অভিনয় না জানলে নিজেকে...