Wednesday, October 22, 2014

অনুতাপ ( ছোট গল্প )

মাথাটা প্রচন্ড ধরেছে, সারা শরীর তীব্র ব্যাথা! তার উপড় মাতলামী তো আছেই! বার বার বিছানা থেকে ঢলে পড়ে যাচ্ছে সাব্বির! নেশাটা ধরেছে বেশ বুঝায় যাচ্ছে। নেশার আধারে পাগলামী ও কম করেনি। ড্রিংসের পরিমান টা খুব বেশী হয়ে গেছে। বিপদের আভাস দেখে তাই আজ বাড়ী ফিরেনি সে। উঠছে তার পরম বন্ধুদের সাথে যারা এক সাথেই আজ ড্রিংসে ব্যস্ত ছিল! তার বন্ধুদের সাথে যোগ দিয়েছে সে। বর্তমানে তারা একটি এলাকার দু:ধর্ষ ক্যাডার বাহিনী। পেশাগত ভাবে তারা খুনের অর্ডার...

একজন অনন্ত জলিল

অনন্ত জলিল!!! বাংলাদেশে খুব পরিচিত একটি নাম। ফেসবুকের কল্যানে তার পরিচিতি ব্যাপক, কারন ফেসবুকে জলিল কে ট্রল করেনি এমন মানুষ পাওয়া যাবেনা। বরং অনন্ত জলিল কে নিয়ে ট্রল করাটায় সবার ফ্যাশন হয়ে গেছে, যেন ট্রল না করাটা সেকেলে, আর জলিল কে নিয়ে ট্রল করাটা স্মার্টনেসের বহি:প্রকাশ!!! তাই কেউ জেনে না জেনে দিন রাত এই মানুষটিকে নিয়ে আমরা কত হাসি টাট্টা করছি। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, এই মানুষটি সব কিছু জেনে শুনেও এসবে কান দেয়নি তার...