Sunday, August 17, 2014

জীবনের মানে







জীবনের মানে খুজে পায়নি এতগুলো বছরে! কখনো মনে হয়েছে চরম কস্ট পাওয়াটাই জীবন। কখনো মনে হয়েছে বিষণ্ণতাই জীবন। বা ছোট খাটো সুখ গুলো! বিচিত্র জীবনের কোন অংশকে আলাদা করতে পারিনা! নিত্য নতুন অভিজ্ঞতা আর নতুন কিছু জেনেই চলেছি, শিখেই চলেছি! জানিনা এর শেষ কোথায়! তবুও যেন কিছুই শেখা হয়নি!ঙ্কিছুই জানা হয়নি! এখনো ছোটই হয়ে রইলাম নিজের আচরণে, হয়ত বাস্তবতার নিরিখে সপে দিতে পারিনি নিজেকে! মানানসই করে নিতে পারিনি এই সমাজে ! কারন ভাল অভিনয় না জানলে নিজেকে মানানসই করা এত সহজ না!

এক সময়ের দুরন্ত দিনগুলোতে যখন মেতে থাকতাম, যখন সবার আদরের ধন ছিলাম তখনো মনে হতো হয়ত এটায় জীবন। জীবনের পালা বদলে যখন বড্ড খারাপ সময় আসল তখন সবাই দুরে সরে গিয়েছিল! জীবনের বাজে দিন গুলোতে সুযোগের সৎব্যাবহার করে অনেকেই সুযোগ নিয়েছে!  নিশ্চুপ ছিলাম সেদিন! কারন পায়ের নীচে মাটি ছিল না! এক সময়ের সুখের পাখির অভাব ছিল না জীবনে! কিন্তু খারাপ দিনে তাদের আসল চেহারা দেখে আঁতকে উঠি! তখনো বুঝতে পারিনি এটাই হয়ত বাস্তবতা! মেনে নিতে পারতাম না! তীব্র জেদ পেয়ে বসে! সুবিধাবাদীদের বন্ধু বলে স্বীকৃতি দিতে অপারগ আমি! তাই সেদিন সব বন্ধুদের সঙ্গ ছাড়ি! খুব একা হয়ে পড়ি! নিজের হার না মানা জেদ কে কারো কাছে চরম বেয়াদপি মনে হতো! তাদের ও সঙ্গ ছেড়েছি! সবাই চলে যায়, শুধু একটি মানুষ আঁকড়ে ধরে! সে আমার মা! আমার প্রতিটি নাড়ী স্পন্দন বুঝেন! তার পরেও  দিন শেষে বড্ড একা আমি ...  সে এক অসহ্য যন্ত্রনা!   তখনো মনে হতো হয়ত এটায় জীবন। একা একা হতাশার আড়ালে লুকিয়ে কাঁদাকেই জীবনের নিয়তি মেনে নিয়েছিলাম! শেষ করে দিতে চেয়েছিলাম নিজেকে! পালাতে চেয়েছিলাম জগৎ ছেড়ে! কিন্তু একটি মানুষের কাছে বাধা পড়ি বার বার! তাই জীবনের মানেটা আবার অন্য রকম সমীকরনে তালগোল পাকিয়ে ফেলি। যত বারেই নিজেকে কুইট করার চিন্তা এসেছে ততোবার ভেবেছি...  হেরে যাওয়াটা কারো কৃতিত্ব হতে পারে না! বরং মোকাবেলা করে জিতাটায় কৃতিত্ব! হাল  ধরা শিখে গেলাম! হারার আগ মুর্হত পর্যন্ত না হারা! জীবনের মানে খুজে পায়নি তখনো!


সেই একাকী মুহুর্তে প্রতাবর্তন করি সাইবার স্পেসে! এক সময়ের সকল দুরন্তপনা বন্ধ করে একাকী ঘরে কম্পিউটার নিয়ে বসে থাকা! আর ভীন দেশী হ্যাকারের আক্রমণের পালটা জবাব দিতে সারা রাত জেগে সাইট ডিফেস দিয়ে বুনো আনন্দ পাওয়া! সারা দিন ফেসবুক! গুগল+ ইউটিউব + চ্যাট!!!!  এই সম্বল বেছে নিলাম জীবনে! জীবনের বড্ড খারাপ সময়ে পাশে পেয়েছিলাম অনেক অনেক ভার্চুয়াল বন্ধুদের! যাদের সত্যিকার বন্ধুদের তুলনায় অনেক ভাল মনে হয়েছিল! অন্তত এখনো তাই মনে হয়। পেয়েছি অনেক বড় ভাই, ছোট ভাই, বোন,... সব! খারাপ অভিজ্ঞতা যে হয়নি তাও না! অনেককেই অন্ধের মত বিশ্বাস করতাম, তারা বিশ্বাস ভঙ্গ করেছে! অনেক কেই শ্রদ্ধা করতাম, তারা তাদের জায়গাটা ধরে রাখতে পারেনি! তার পরেও এই জগতে খারাবের তুলনায় ভাল জিনিষের প্রাপ্তিটায় অনেক বেশি!  অনেক গুলো পছন্দের বড় ভাই, ছোট ভাই, আপু পেয়েছি!

সময় আবারো পাল্টে গেল! আস্তে আস্তে আবারো ব্যস্ত হয়ে পড়ি! পড়াশোনার পাঠ আরো কিছু বাকী! কিন্তু ব্যস্ততা আর কমে না! আশ্চার্যের বিষয় সুখের পাখি গুলো আবারো ফিরে আসছে! যারা একদিন দুঃসময়ে ছেড়ে গিয়েছিল! তাদের নিয়মিত ফোন, কেয়ার টেকিং... ব্লা... ব্লা...ব্লা... আমি হাসি! এটাই কি তবে জীবনে মানে? এখন তাদের তুলনায় অনেক এগিয়ে গেছি! তাই গুরুত্ব বেড়েছে বৈকি! এখন সেই অহংকারী মেয়েটিও ফোন দিয়ে এটা ওটা জিজ্ঞেস করে! এলাকার আন্টী ও ফোন দেয় মাঝে মধ্যে! হুম বড় ভাইরা যারা খুব বেশি জ্ঞান দিত তারা বলে এখন বুঝতে শিখেছি অনেক কিছু! হাহাহাহা... এটাই কি বাস্তবতা? হয়ত! জীবন থেকে ২টি বছর কেড়ে নিয়েছিলে সবাই মিলে! আর এখন...    এখনো আশায় আছি ভাল জবাবের! সাফল্যই হবে সব চেয়ে বড় জবাব! সেটার প্রত্যাশায় আছি!  :)  তবে এখনো জীবনের মানে খুজে পায়নি! খুজে চলেছি নিরন্তর! জানি না কোনদিন পাব কিনা!   সবার জীবনের গল্প থাকে! একেক জনের একেক রকম! তবে জীবনের মানে খুঁজে পেয়েছেন কি কেউ কখনো???  বলতে পারেন...

<===== উপলদ্ধি====>

Only Once In a Life Time
Can We Take It?
We've been beaten before
We've lost Our Ways before
In the Darkest moments
Our Doubts May Grow
But In the face of Disaster
Our Characters must show
So.... Ask You
For Just One Thing

NEVER
STOP
BELIEVING YOURSELF